আগামী বুধবার (০১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রিস্টোস স্টাইলিয়ানিডস।
ইইউ কমিশনারের এ সফর রোহিঙ্গা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।
ইইউ ইতিমধ্যে মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ইউরোপ ভ্রমণ নিষিদ্ধ করেছে। ইইউ যে আহ্বান জানিয়েছে তাতে মিয়ানমার সাড়া না দিলে দেশটির বিপক্ষে আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে।
ইইউ কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডস এবারের সফরে যদি নেতিবাচক কিছু পান তাহলে মিয়ানমারের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে সুপারিশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
কেজেড/এমজেএফ