সোমবার (৩০ অক্টোবর) সকালে ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক নারী-শিশুরা হলেন-গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঝিকাবাড়ি গ্রামের আদান বৈরাগীর ছেলে অসীম বৈরাগী (২৫), হৃদয় বৈরাগী (২২), আদান বৈরাগী স্ত্রী তাপসী বৈরাগী (৩৮), বাবলু বৈরাগীর মেয়ে তনু (২৩), ছেলে রাহুল বৈরাগী (১০), মৃত নিখিল বৈরাগীর স্ত্রী সন্ধ্যা বৈরাগী (৩৮), মেয়ে সঙ্গীতা বৈরাগী (২২), স্বরজিত বিশ্বাসের স্ত্রী চম্পা বিশ্বাস (২৬) ও মেয়ে অনুশকা বিশ্বাস (০৫)।
বিজিবি সূত্র জানায়, দামুড়হুদা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে মানব পাচার হয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা ঠাকুরপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। আটকের পর তাদের দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, আটকদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ