ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দুর্যোগপূর্ব আর্থিক সহায়তা দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
দুর্যোগপূর্ব আর্থিক সহায়তা দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমায় ‘দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক আর্থিক সহায়তা’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন ও প্রশিক্ষণ অনুষ্ঠান- ছবি: বাংলানিউজ

ঢাকা: সম্ভাব্য দুর্যোগের পূর্বেই আর্থিক সহায়তা প্রদান দুর্যোগ জনিত ক্ষয়ক্ষতির পরিমাণ কমতে সাহায্য করে বলে জানিয়েছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক আর্থিক সহায়তা’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন ও প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জার্মান রেড ক্রসের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)  প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বিডিআরসিএস’র চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার বলেন, বাংলাদেশ দুর্যোগ প্রবণ এলাকা। প্রতিবছর হাজার হাজার মানুষ বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগ প্রবণ এলাকায় দুর্যোগের আগে যদি সর্তক করা যায়, তাহলে দুর্যোগের ক্ষতি অনেকটা কমানো সম্ভব। আর আর্থিকভাবে সহায়তা করতে পারলে দুর্যোগ পীড়িত মানুষ দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সক্ষম হয়। পূর্ব প্রস্তুতি নিলে কম ক্ষতির সম্মুখীন হয়।

তিনি বলেন, উন্নত দেশেও দুর্যোগ হয়, তবে মানুষজন শিক্ষিত ও ঘরবাড়ির কাঠামো মজবুত হওয়ায় ক্ষয়ক্ষতি কম হয়। আমাদের এখানে দুর্যোগ প্রবণ এলাকার অধিকাংশ মানুষ অশিক্ষিত, তাদের মধ্যে সচেতনতা কম। ঘরবাড়িও দুর্বল কাঠামোতে তৈরি এ কারণে দুর্যোগে সহজেই ক্ষতিগ্রস্ত হয়।  

জার্মান রেড ক্রসের কো-অর্ডিনেটর স্টেফানি ল্যাক্স বলেন, দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক আর্থিক সহায়তা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করা। এই প্রকল্পটির সহায়তায় মানুষ দুর্যোগের আগে পূর্ব প্রস্তুতি নিতে পারবে। দুর্যোগ পরবর্তীতে দ্রুত ক্ষতি পুষিয়ে বের হওয়া তার জন্য সহজ হবে।

জার্মান রেড ক্রসের সহযোগিতায় ‘দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক আর্থিক সহায়তা’ প্রকল্পটি ২০১৫ থেকে ২০১৭ সাল পযর্ন্ত  দুর্যোগপ্রবণ এলাকায় বাস্তবায়ন হচ্ছে। এবার সংস্থাটি দ্বিতীয় মেয়াদে (আগস্ট ২০১৭ - জুলাই ২০২০) প্রকল্পটিতে অর্থায়ন করেছে।

এ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ প্রবণ এলাকার জনগণকে আবহাওয়ার পূর্বাভাসের ওপর ভিত্তি করে ৫ হাজার টাকা অগ্রিম নগদ অর্থ দিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিডিআরসিএস'র ভাইস চেয়ারম্যান মো. হাবিবে মিল্লাত, ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান, মহাসচিব বিএমএম মোজাহারুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমসি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।