সোমবার (৩০ অক্টোবর) সকালে ও ভোরে পৃথক অভিযানে এ মাদক জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে সকালে মনতলা সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য উপজেলার সুলতানপুর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করে।
অপরদিকে, সোমবার ভোরে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার বেলায়েত হোসেনসহ বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার আনুনামিক মূল্য ৫০ হাজার টাকা।
উভয় অভিযানে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ