সোমবার (৩০ অক্টোবর) সকালে সাভার পৌরসভার মালঞ্চ আবাসিক এলাকার নিজ ভাড়া বাসা থেকে ওই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার (২৯ অক্টোবর) রাতে একই বাসার ভাড়াটিয়া আলী ফোন করে ছাদে দেখা করতে বলে ওই কিশোরীকে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, ধর্ষণের অভিযোগে আলী নামে এক যুবককে আটক ও ভিকটিমকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ