ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
সাভারে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১

সাভার, ঢাকা: সাভারে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।  

সোমবার (৩০ অক্টোবর) সকালে সাভার পৌরসভার মালঞ্চ আবাসিক এলাকার নিজ ভাড়া বাসা থেকে ওই যুবককে আটক করা হয়।  

পুলিশ জানায়, রোববার (২৯ অক্টোবর) রাতে একই বাসার ভাড়াটিয়া আলী ফোন করে ছাদে দেখা করতে বলে ওই কিশোরীকে।

পরে সেখানে দেখা করতে গেলে ছাদের চিলেকোটায় ওই কিশোরীকে ধর্ষণ করে আলী। সকালে এ ঘটনা এলাকাবাসী জানতে পেরে থানায় খবর দেয়। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে ওই যুবককে আটক করে।
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, ধর্ষণের অভিযোগে আলী নামে এক যুবককে আটক ও ভিকটিমকে থানা হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।