ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সততা স্টোরের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ঝিনাইদহে সততা স্টোরের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: শিশুকাল থেকেই নীতি-নৈতিকতা ও সততার শিক্ষা দিতে ঝিনাইদহ ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিক্রেতা বিহীন ব্যবসা প্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এ স্টোরের উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়া রাণী চন্দ।

বিদ্যালয়ের একটি কক্ষে স্থাপিত সততা স্টোরে কোনো বিক্রেতা থাকবে না। এই স্টোরে খাতা, কলম, পেন্সিল, রাবার, শার্পনার, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, রঙ পেন্সিলসহ অন্যান্য শিক্ষাসামগ্রী সংরক্ষিত থাকবে। এসব সামগ্রীর প্রতিটিতেই মূল্য তালিকা ঝুলানো থাকবে। শিক্ষার্থীরা যে সামগ্রী কিনতে ইচ্ছুক সে সামগ্রী নিয়ে সততা স্টোরে রাখা ক্যাশ বাক্সে নিজ হাতে টাকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।