ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে জাল টাকাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
গৌরনদীতে জাল টাকাসহ আটক ২

ব‌রিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় জাল টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার চাঁদশী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শাহাবুল হাওলাদার (৪৫) ও তাসলিমা বেগম (৪০)।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদশী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১টি ৫০০ টাকা এবং ১টি ১০০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মনিরুল।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।