ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ঝিনাইদহে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ শুরু

ঝিনাইদহ: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

সোমবার (৩০ অক্টোবর) সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন।  

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম মোয়াজ্জেম হোসেন, বিআরটিএ খুলনা বিভাগের উপ-পরিচালক জিয়াউর রহমান, জেলা বিআরটিএ-র সহকারী পরিচালক বিলাস সরকার।

 

দুই দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক পেশাজীবী গাড়ি চালককে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।