সোমবার (৩০ অক্টোবর) বিজয় দশমীর মধ্য দিয়ে এ পূজা শেষ হবে। এ পূজায় উৎসবের আমেজ ছিল গোটা শহর জুড়ে।
এ উপলক্ষে মেলায় থাকবে বিভিন্ন ধরনের ফার্নিচারসহ গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজন। দেশের দুর-দুরান্ত থেকে আসা ব্যবসায়ীরাও এ মেলায় অংশ নিতে ইতোমধ্যে পসরা সাজিয়ে বসেছেন।
মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেক কুণ্ডু বাংলানিউজকে জানানা, ৫০ বছর আগে থেকে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি নামে এক ব্যাবসায়ী এ পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন। ৮০’র দশকে এ পূজা কেবল মাগুরা শহরের ছানার বটতলা, নিজনান্দুয়ীলি নতুন বাজার বাটিকাডাঙ্গা এবং জামরুল তলার মধ্যে সীমাবন্ধ ছিল। কিন্তু গত দুই যুগে-এর ব্যাপ্তি বেড়েছে অনেক। বর্তমানে এ পূজা মাগুরা জেলার হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব হিসেবে দুর্গাপূজার আমেজকেও ছাড়িয়ে গেছে।
পুলিশ সুপার মুনিবুর রহমান বাংলানিউজকে জানান, মাগুরায় কাত্যায়ানী পূজা হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও গত তিন দশকে এটি মাগুরায় সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। যেখানে সকল সম্প্রদায়ের মানুষ অংশ গ্রহণ করে থাকেন।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
টিএ