সোমবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টা থেকে সকল ধরনের নৌযান চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, পদ্মা সেতু প্রকল্পের চায়না ড্রেজারের সাবমার্চ পাইপ স্থাপন কাজের জন্য সাময়িক সময়ের জন্য নৌযান চলাচল বন্ধ ছিলো।
বর্তমানে উভয় ঘাট থেকে ১৫টি ফেরি, স্পিডবোট, লঞ্চ চলাচল করছে। ঘাট এলালায় তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় বিকেলের মধ্যে গাড়ির চাপ কমে যাবে বলে জানান তিনি।
**শিমুলিয়া- কাঁঠালবাড়ি রুটে নৌযান চলাচল সাময়িক বন্ধ
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এনটি