সোমবার (৩০ অক্টোবর) বেলা ১০টা থেকে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকার পশ্চিমপ্রান্ত থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান বিকেল ৫টা নাগাদ পূর্বপ্রান্ত করতোয়া ব্রিজ পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্টরা জানান।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. আব্দুল মান্নান। এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (লালমনিরহাট) মো. রেজওয়ানুল হক, রেলের সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. তমাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (লালমনিরহাট) মো. রেজওয়ানুল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রেল লাইনের আশপাশে জায়গা দখল করে প্রচুর অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনার কারণে রেল চলাচলে সমস্যা হয়। রেল চলাচল নির্বিঘ্ন রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমবিএইচ/আরআর