ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিক লীগকর্মী মোক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
শ্রমিক লীগকর্মী মোক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন শ্রমিক লীগকর্মী মোক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশাল সদর উপজেলার ৩ নম্বর চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মোক্তার ব্যাপারীর খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগ এ মানববন্ধনের আয়োজন করে।

চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজার কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহিদুল আলম তুহিন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সালাম আকন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মোক্তার ব্যাপারীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৬ অক্টোবর রাতে চরবাড়িয়ায় নিজ ঘরে মোক্তার ব্যাপারীকে কুপিয়ে হত্যা করেন তার স্ত্রী-সন্তানরা। পরে অভিযুক্তদের আটক করে কাউনিয়া থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।