সোমবার (৩০ অক্টোবর) দুপুরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি সীমান্তের শুন্য রেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে এ কিশোরদের হস্তান্তর করে।
ফেরত আসা কিশোররা হলো-সিরাজগঞ্জ সদর থানার পশ্চিম কোনাবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে মেহেদী হাসান (১৬) এবং ফরিদপুর জেলার নগরডাঙ্গা থানার গোড়াইন গ্রামের অমিত ভূঁইয়ার ছেলে সুমন ভূঁইয়া (১৫)।
হিলি ইমিগ্রেশন কর্মকর্তা আফতাব হোসেন জানান, কাজের সন্ধানে সীমান্ত পারি দিয়ে দালালের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শোভায়ন অবজারভেশন হোমে (শিশু নিবাস) পাঠায়।
দু’দেশের আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হলো।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ