ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ইউপি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
জয়পুরহাটে ইউপি সদস্য গ্রেফতার

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ঈশ্বরপুরে জমি দখলের চেষ্টা ও কয়েকটি বাড়ি পোড়ানোর মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৩০ অক্টোবর) ভোরে জয়পুরহাট সদর উপজেলার বিল্লাহ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিনুল হক জানান, শুক্রবারের (২৭ অক্টোবর) হামলার পর থেকে এ ঘটনার মূল হোতা আফজাল পলাতক ছিলেন। রাতে তিনি বাড়িতে আছেন এমন খবর পেয়ে ভোরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় এ পর্যন্ত মোট চার আসামিকে গ্রেফতার করা হলো।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।