প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (৩০ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে জানান, শিলা ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
গত ২৩ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্যান্সারে আক্রান্ত শিলা ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমআইএইচ/জেডএস