সোমবার (৩০ অক্টোবর) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শিমুল বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ কৃষি ও কৃষকের উন্নয়ন এবং এ খাতকে লাভজনক করতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
এসময় উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এনটি