ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
শেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

শেরপুর: শেরপুরে চাঞ্চল্যকর কামরান হোসেন কাপাসু হত্যা মামলায় গাফর আলী (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

গাফর আলী সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের কাউয়াপেচি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

এদিকে, অভিযোগ প্রমাণ না হওয়ায় একই মামলার অপর ১১ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঞ্জুরুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১১ সালের ২৬ আগস্ট বিকেলে গাফর আলী ও তার লোকজন পার্শ্ববর্তী কুড়ালিয়াকান্দা মসজিদের জায়গা বেদখল করতে যান। ওই সময় স্থানীয় আবেদ আলীর ছেলে কামরান হোসেন কাপাসু, রেজাউল ইসলাম ও ওহাব আলীসহ কয়েকজন তাদের বাধা দেন। একপর্যায়ে গাফর ও তার সঙ্গীরা দেশীয় অস্ত্র দিয়ে কামরান ও রেজাউলকে কুপিয়ে আহত করেন। ওই ঘটনায় কামরানের ভাই ওহাব আলী বাদী হয়ে গাফর আলীসহ ১২ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট কামরান মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। তদন্ত শেষে একই বছরের ১০ ডিসেম্বর শেরপুর ডিবি পুলিশের ওই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার এ রায় দেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।