ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে ট্রাক মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
চট্টগ্রামে ট্রাক মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার এলেনবাড়ি বিআরটিএ কাযর্লায়ে বৈঠক ওবায়দুল কাদের

ঢাকা: চট্টগ্রামে চলমান ট্রাক-কাভার্ডভ্যান মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এলেনবাড়ি বিআরটিএ কাযর্লায়ে বৈঠক শেষে  প্রত্যাহারের বিষয়টি জানান সড়ক  পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের।

৫ দফা দাবিতে  রোববার (২৯  অক্টোবর) সকাল ৬টা থেকে এ ধর্মঘটের ডাক দেয় ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি।


 

ওভার লোড নিয়ন্ত্রণের নামে স্কেলে চাঁদাবাজি, সিটি করপোরেশনের কর ব্যতিত ডকুমেন্ট হালনাগাদ, বিআরটিএর আইনি জঠিলতা বন্ধ করে চালকদের হেভি লাইসেন্স প্রদান ও ট্রাক কাভার্ডভ্যানের জন্য আলাদা টার্মিনাল নির্মাণের দাবিতে  ধর্মঘট ডেকেছিলো বৃহত্তর চট্রগ্রাম ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইমমুভার, ট্রেই‍লা-ট্যাংকলরিসহ পণ্যবাহী গাড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
 

এ নিয়ে বিআরটিএ চেয়ারম্যান ও সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল গাড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করে ধর্মঘট প্রত্যাহার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭/ আপডেট ১৮৪৮

এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।