সোমবার (৩০ অক্টোবর) দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে শ্রীমঙ্গল উপজেলার চৌমুহনায় সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গল উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) কর্তৃক আগামী ৬-১৭ নভেম্বর, ২০১৭ তারিখে জার্মানির বন শহরে দ্বীপরাষ্ট্র ফিজি’র সভাপতিত্বে ২৩তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্যারিস চুক্তির আলোকে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের সুনির্দিষ্ট, বাস্তবভিত্তিক, সুনির্দিষ্ট রূপরেখা প্রস্তুত এবং সুশাসন নিশ্চিত করা এ সম্মেলনের প্রধান লক্ষ্য। এ প্রেক্ষিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জলবায়ু তহবিল প্রদান, অভিগম্যতা, তার ব্যবহার এবং এর তদারকিতে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি,জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে এবং ব্যাপারে জনগণের মাঝে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে এম মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ, সনাক সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য, অয়ন চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- স্বজন সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ, সহ-সমন্বয়কারী নিতেশ সূত্রধর, সদস্য এসএ হামিদ, টিআইবি এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
বিবিবি/বিএস