সোমবার (৩০ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়ায়েজ আল করুনীর আদালতে রিমান্ড শুনানি শেষে শিবপুর থানা পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নরসিংদীর শিবপুর উপজেলার খৈনকুট গ্রামে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় স্কুল শিক্ষার্থী আজিজাকে।
শিবপুর থানা পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামি বিউটিকে এ পর্যন্ত গ্রেফতার করতে না পারলেও তমুজা বেগম নামে এক নারীকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়ায়েজ আল করুনীর আদালতে রিমান্ড শুনানি শেষে বিচারক তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায় অন্য আসামিদের ধরতে সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ