ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আজিজাকে পুড়িয়ে হত্যার ঘটনায় তমুজা ২ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
আজিজাকে পুড়িয়ে হত্যার ঘটনায় তমুজা ২ দিনের রিমান্ডে

নরসিংদী: নরসিংদীর শিবপুরের খৈনকুট গ্রামের কিশোরী স্কুলছাত্রী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলায় গ্রেফতারকৃত তমুজা বেগমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়ায়েজ আল করুনীর আদালতে রিমান্ড শুনানি শেষে শিবপুর থানা পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নরসিংদীর শিবপুর উপজেলার খৈনকুট গ্রামে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় স্কুল শিক্ষার্থী আজিজাকে।

এ ঘটনায় নিহতের বাবা আবদুল সাত্তার বাদী হয়ে শনিবার রাতে চাচি বিউটিকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

শিবপুর থানা পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামি বিউটিকে এ পর্যন্ত গ্রেফতার করতে না পারলেও তমুজা বেগম নামে এক নারীকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়ায়েজ আল করুনীর আদালতে রিমান্ড শুনানি শেষে বিচারক তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায় অন্য আসামিদের ধরতে সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।