সোমবার (৩০ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানায়, ট্রাকটি খুলনা থেকে কাঁঠালিয়ার আমুয়া বন্দরে যাচ্ছিলো। পথে ট্রাকটি আমুয়ায় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। ট্রাকটিতে চিনি, চাউল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, লবন, মসলা ও বিভিন্ন পশু-পাখির খাবারসহ অন্যান্য মালামাল ছিল।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। ওই বন্দরের ব্যবসায়ীরা খালে ডুবে যাওয়া ট্রাক থেকে তাদের মালামাল উদ্ধার করেছেন। তবে এখন পর্যন্ত ট্রাকের কোনো লোক উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেনি এমনকি কারো সঙ্গে যোগাযোগ পর্যন্ত করেনি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএস/এসআরএস