ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাঘায় জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
বাঘায় জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী: রাজশাহীর বাঘায় সোহান আলী (১৪) নামের এক জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে। সে উপজেলার খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং খানপুর পূর্বপাড়া গ্রামের আশসাব আলীর ছেলে।

সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন।  

এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহুরুল ইসলাম মৃত ঘোষণা করেন।

পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

নিহত ছাত্রের মা শাহিদা বেগম বাংলানিউজকে বলেন, ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েছে। সকাল ৭টায় প্রাইভেট পড়া শেষে বাড়ি এসে তার শয়নকক্ষে পড়তে বসে। পরে সকাল সাড়ে ৯টার দিকে সোহানকে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে নামিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা বাংলানিউজকে জানান, কিছুটা মানসিক রোগের কারণে পড়াশোনায় ভালো ছিলো না সোহান। পরীক্ষার আগে পড়ার চাপে অথবা প্রেমের সম্পর্কের কারণে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।