ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান

ঢাকা: শোষিত-নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের শিক্ষায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বান জানিয়েছেন সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন কমিটির নেতারা। 

সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টন মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে এ কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

এতে কমিটির আহ্বায়ক হাসান ফকরী লিখিত বক্তব্য তুলে ধরে বলেন, মুক্তিকামী মানুষের মধ্যে আজ সমাজতন্ত্র-সাম্যবাদের সঠিক দিশা নিয়ে যেতে হবে।

এটাই অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শিক্ষা।

এতে আরও জানানো হয়, ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে প্রধান কর্মসূচি। এদিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাড়ে ১১টায় লাল পতাকাসহ মিছিল অনুষ্ঠিত হবে। এরপর সাড়ে ১২টায় রুশ বিপ্লবের উপর চলচ্চিত্র প্রদর্শনী হবে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন বাংলাদেশের (আইআইবি) দ্বিতীয় তলার সেমিনার কক্ষে। বিকেল সাড়ে ৩টায় একই স্থানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

এছাড়াও দেশের বিভিন্ন জেলায়ও উদযাপন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ১৭ নভেম্বর রাজশাহীতে অনুষ্ঠিত হবে মিছিল ও আলোচনাসভা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সৈয়দ আবুল কালাম, বি ডি রহমতুল্লাহ, জাফর হোসেন, অধ্যাপক ম. নুরুন্নবী, বাদল শাহ আলম, মাসুদ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।