সোমবার (৩০ অক্টোবর) বিকেলে তাকে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম।
তিনি জানান, চাঁদ উদ্যান এলাকার একটি বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল অভিযান চালায়।
জামালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি রবিউল জানান, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, রায়ের বাজার ও আশপাশের এলাকায় বিভিন্ন শ্রেণীর লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই, খুন, ডাকাতি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার প্রধান পেশা।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
পিএম/এএ