ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
মোহাম্মদপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১ মোহাম্মদপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল (৩০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে তাকে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম।

তিনি জানান, চাঁদ উদ্যান এলাকার একটি বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল অভিযান চালায়।

এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ জামালকে আটক করা হয়।

জামালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি রবিউল জানান, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, রায়ের বাজার ও আশপাশের এলাকায় বিভিন্ন শ্রেণীর লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই, খুন, ডাকাতি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার প্রধান পেশা।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।