সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত শহরের একটি অভিজাত রেস্ট হাউজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় উন্নয়ন সংস্থা পদ্মা’র উদ্যোগে ও পপি-এলনা প্রকল্পের সহযোগিতায় এবং আন্তর্জাতিক সংস্থা অক্সফামের অর্থায়নে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পদ্মা’র নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. কামরুজ্জামান, সাংবাদিক শাহজাহান চৌধুরী, ইউপি সদস্য সুবজ মিয়া, সদস্যা মল্লিকা বেগম প্রমুখ।
প্রশিক্ষণে ইউপি সদস্য-সদস্যা, ইউপি সচিব, ফায়ার সার্ভিস ও স্বেচ্চাসেবী সংগঠনের কর্মীরাসহ ৩০ জন অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এনটি