ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে গাঁজা ও ট্রাকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
লালমনিরহাটে গাঁজা ও ট্রাকসহ আটক ২ লালমনিরহাটে গাঁজা ও ট্রাকসহ আটক ২

লালমনিরহাট: লালমনিরহাটে ৫৩ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও সহকারী চালককে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় ট্রাকটিও জব্দ করা হয়।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে লালমনিরহাট রংপুর- মহাসড়কের পুলিশ লাইনস চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি এলাকার হবিবর রহমানের ছেলে ট্রাক চালক আব্দুর রাজ্জাক (২৯) ও কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুলতান বাহাদুর এলাকার আব্দুস সামাদের ছেলে সহকারী চালক মহুবর রহমান (২৭)।

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশান্ত সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক লালমনিরহাট পুলিশ লাইন চেকপোস্ট এলাকায় আটক করে সদর থানা পুলিশ।

পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা জব্দ করা হয়। গাঁজা পরিবহনের দায়ে চালক রাজ্জাক ও সহকারী চালক মহুবর রহমানকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বাংলানিউজকে নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।