ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
কেরানীগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে প্রথমবারের মতো চালু হলো শিল্প ও বাণিজ্য মেলা-২০১৭। 

সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের ভাওয়াল মনোহরিয়া মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ।  

মনিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারসী কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় মেলার আয়োজন করে ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ভাওয়াল ক্লাব।

 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঈয়া ও তারানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন- তারানগর ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, মনিপুরী তাঁতী শিল্প ও জামদানী বেনারসী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজীব ও ছাত্রলীগ নেতা মো.  মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।