সোমবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসকের সঙ্গে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মতবিনিময়ে এ কথা বলেন প্রশাসক মো. হাবিবুর রহমান। জেলা প্রশাসনের সভা কক্ষে এই আয়োজন হয়।
তিনি বলেন, কারো কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে কাজ করে দেওয়া থেকে বিরত থাকবেন। এই ভালো থাকার বিনিমিয়ে আমি যদি আপনাদের পাশে দাঁড়াই এটাই কাম্য। সবরকম সহযোগিতা আপনারা পাবেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সহ-সভাপতি বিধান সরকার, সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ, আলী জসিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, যুগ্ম সম্পাদক মাসুক কামাল, কোষাধাক্ষ্য রবিউল ইসলাম, সাবেক কোষাধাক্ষ্য মিথুন সাহা, প্রচার ও দফতর সম্পাদক মুশফিক সৌরভ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএস/আইএ