ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের সঙ্গে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
সাংবাদিকদের সঙ্গে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে, ছবি: বাংলানিউজ

বরিশাল: শিক্ষায়-দীক্ষায়, জ্ঞানে-বিজ্ঞানে, কৃষ্টি-সংস্কৃতি, চিন্তা-চেতনায় সবদিক থেকে বরিশাল জেলা অগ্রসর। এখানকার লোকজন শিক্ষিত-সচেতন।

সোমবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসকের সঙ্গে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মতবিনিময়ে এ কথা বলেন প্রশাসক মো. হাবিবুর রহমান। জেলা প্রশাসনের সভা কক্ষে এই আয়োজন হয়।

এ সময় হাবিবুর রহমান সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। আরও বস্তুনিষ্ঠ কাজের কথা উঠে আসে।

তিনি বলেন, কারো কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে কাজ করে দেওয়া থেকে বিরত থাকবেন। এই ভালো থাকার বিনিমিয়ে আমি যদি আপনাদের পাশে দাঁড়াই এটাই কাম্য। সবরকম সহযোগিতা আপনারা পাবেন।  

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সহ-সভাপতি বিধান সরকার, সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ, আলী জসিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, যুগ্ম সম্পাদক মাসুক কামাল, কোষাধাক্ষ্য রবিউল ইসলাম, সাবেক কোষাধাক্ষ্য মিথুন সাহা, প্রচার ও দফতর সম্পাদক মুশফিক সৌরভ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।