ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ই-নামজারি সিস্টেম ব্যবহারকারীদের প্রশিক্ষণের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ই-নামজারি সিস্টেম ব্যবহারকারীদের প্রশিক্ষণের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ই-নামজারি সিস্টেম ব্যবহারকারীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সদর উপজেলা কমপ্লেক্স সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

ভূমি সংস্কার বোর্ড ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এআইটু) এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এসময় উপস্থিত ছিলেন, ভূমি সংস্কার বোর্ডের সহকারী ভূমি সংস্কার কমিশনার মোছা. নাদিরা আখতার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।