ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার  লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র-গুলিসহ সালাহ উদ্দিন ও নুর মোহাম্মদ নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার করপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতার সালাহ উদ্দিন উপজেলার লামচর ইউনিয়নের মোর্শেদ আমিনের ছেলে ও নুর মোহাম্মদ মধ্য করপাড়া ইউনিয়নের মো. হোসেনের ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা রয়েছে।  

এখন অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি তোতা মিয়া।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।