ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলে অগ্নিকাণ্ডে পরীক্ষার খাতা পুড়ে ছাই, ৪ ছাত্র আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
স্কুলে অগ্নিকাণ্ডে পরীক্ষার খাতা পুড়ে ছাই, ৪ ছাত্র আটক স্কুলে অগ্নিকাণ্ডে পরীক্ষার খাতা পুড়ে ছাই

মাদারীপুর: মাদারীপুরের শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনে অগ্নিকাণ্ডে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার খাতা, কম্পিউটার, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ বাংলানিউজকে জানান, ধারনা করা হচ্ছে সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে ক্লোজ সার্কিট ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে পিছনের জানালার গ্লাস ভেঙে স্কুলের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ১টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, সিসি ক্যামেরার মনিটর ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণার কথা ছিল। কিন্তু অগ্নিকাণ্ডের কারণে ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায় বাংলানিউজকে জানান, ধারনা করা হচ্ছে নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না জেনে কিছু শিক্ষার্থী এ ঘটনা ঘটিয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য চার ছাত্রকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।