ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
চুয়াডাঙ্গায় একসঙ্গে ৩ সন্তানের জন্ম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নাজমিন নাহার রজনী নামে এক গৃহবধূ একসঙ্গে তিনটি সন্তানের (মেয়ে) জন্ম দিয়েছেন। মা ও তিন নবজাতক সুস্থ আছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপরাশনের মাধ্যমে তাদের জন্ম হয়।

নাজমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার হাড়োকান্দি গ্রামের শান্ত আলীর স্ত্রী।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন বাংলানিউজকে জানান, দীর্ঘ পাঁচ বছর তার বাচ্চা হচ্ছিল না। পরে তার চিকিৎসা শুরু করলে এক বছর পরেই তিনি গর্ভধারণ করেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।