স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখার উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে জানায়, চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে অপরাধ সংঘটিত একাধিক মামলার অভিযোগ রয়েছে।
নূরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় উপজেলার মহিলা কলেজ মোড়ে তিনি ও অন্য আসামিরা জামায়াতের হয়ে পথচারীদের মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জণমনে আতঙ্ক সৃষ্টি ও হাতবোমা ফাটিয়ে কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত করার অভিযোগ রয়েছে।
এ লক্ষ্যে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত]-এর ধারা ১৩(খ)/১ অনুসারে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান বাংলানিউজকে জানান, শুনেছি গত ২৯ অক্টোবর চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এখনও আমার কাছে কোনো চিঠি বা আদেশ আসেনি।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এএটি