ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ফেনসিডিলসহ ছাত্রদল নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
লালমনিরহাটে ফেনসিডিলসহ ছাত্রদল নেতা আটক লালমনিরহাটে ফেনসিডিলসহ ছাত্রদল নেতা আটক

লালমনিরহাট: লালমনিরহাটে ১০ বোতল ফেনসিডিলসহ মমিন উদ্দিন (৩০) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে লালমনিরহাট পৌরসভার উচাটারী এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই এলাকার আইয়ুব আলীর ছেলে মমিন পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উচাটারী এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ মমিনকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।