মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে পৌর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চায়না ওই এলাকার দুলাল সূত্রধরের স্ত্রী।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারী জিন্নাৎ আলী বাংলানিউজকে জানান, সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে চায়নার সঙ্গে তার মামী শাশুড়ি রাধারানী সূত্রধরের বাক-বিতণ্ডা হয়। এতে অভিমান করে রাতের কোনো সময় ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন চায়না। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে প্রতিবেশীরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি আনসারী জিন্নাৎ আলী।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
আরবি/