ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তির মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তির মেয়াদ বাড়লো

ঢাকা: আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তির মেয়াদ আরো দু’বছর বাড়িয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা শহিদুল হককে ১৪ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দু’বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়ে তাকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পদায়ন করে আদেশ জারি করেছে।
 
চলতি বছরের ২৬ ফ্রেব্রুয়ারি সরকারের সিনিয়র সচিব হিসেবে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৮২ হাজার টাকা নির্ধারিত স্কেলে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

এরআগে তিনি সচিব হিসেবে চুক্তিতে দায়িত্ব পালন করছিলেন।
 
এ চুক্তির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে আগের চুক্তির শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।