মঙ্গলবার (৩১ অক্টোবর) উপজেলার বরিশল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সিয়াম ওই গ্রামের প্রবাসী শাহআলম চৌধুরীর ছেলে।
তার পারিবারিক সূত্র জানায়, সিয়াম দুপুরে একা খেলতে খেলতে বাড়ির পাশের খালে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুজির পর তাকে খালের পানিতে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআই