ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ জেলা প্রশাসকের নম্বর ক্লোন’র অভিযোগ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ময়মনসিংহ জেলা প্রশাসকের নম্বর ক্লোন’র অভিযোগ 

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন’র অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক এ ঘটনায় জেলা পুলিশ সুপারকে দ্রুত ব্যবস্থা নিতে চিঠি দেন।  

ডিসি’র স্টাফ অফিসার রমেন শর্মা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের মোবাইল নম্বরটি ক্লোন করে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্টদের কাছে ফোন করে টাকা চাওয়াসহ বদলী’র অফার দেওয়া হচ্ছে।

সকাল থেকে এ ঘটনার সৃষ্টি হয়েছে।  

এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারকে (এসপি) চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে, ডিসি খলিলুর রহমান তার ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেছেন- ‘কেউ যদি আমার অফিসিয়াল নম্বর থেকে আমার পরিচয় দিয়ে আমার পক্ষে কথা বলতে চায়, তাহলে পরিচয় নিশ্চিত হয়ে কথা বলুন। ’ 

‘এ ধরনের ফেক (ভূয়া) কলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন এবং এই ধরনের কিছু ঘটলে সঙ্গে সঙ্গে আমাকে জানান। ’ 

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।