ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে যুব কাবাডির চূড়ান্ত খেলা ও পুরস্কার বিরতণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ঠাকুরগাঁওয়ে যুব কাবাডির চূড়ান্ত খেলা ও পুরস্কার বিরতণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনুর্ধ্ব-২১) প্রতিযোগিতায় ঠাকুরগাঁওয়ে চূড়ান্ত খেলা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে এ খেলায় পীরগঞ্জ থানা দলকে হারিয়ে ঠাকুরগাঁও সদর থানা দল বিজয়ী হয়।

পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বাপ্পী।

এ সময় বক্তব্য রাখেন- পীরগঞ্জ সার্কেল এএসপি মুসফিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।

যুব কাবাডি প্রতিযোগিতায় ঠাকুরগাঁওয়ে ৬টি থানা দল অংশ গ্রহণ করে।


বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি আইজিপি শহীদুল হক ও সাধারণ সম্পাদক অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহামনের উদ্যাগে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ে কাবাডি প্রতিযোগিতায় সহযোগিতা করেছে জেলা ক্রীড়া সংস্থা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।