মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৈলপুর বাজারের কালামের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। মানছুর উপজেলার বৈলপুর গ্রামের বারেক শেখের ছেলে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে বৈলপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মানছুর। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মানছুর একজন চিহ্নিত অপরাধী। তিনি এলাকায় মানছুর ডাকাত নামে পরিচিত। তার বিরুদ্ধে দু’টি হত্যা, ছয়টি চাঁদাবাজি, ডাকাতি ও দু’টি অস্ত্রসহ মোট ২৪টি মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭, আপডেট: ১৯৪১ ঘণ্টা
আরবি/