ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম চাথোয়াই অং মারমা (৪১)। বাড়ি খাগড়াছড়ি জেলার তবলছড়ি এলাকার কয়লা বাজারে।

তিনি ফেনী সদর থানার আওতাধীন বোগদাদীয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাট রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, বিকেলে বারইয়াহাট রেল গেইট এলাকায় চাথোয়াই অং মারমা প্রাকৃতিক কাজ সারছিলেন। এমন সময় ঢাকামুখী গোধূলী এক্সপ্রেসের একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  

তার সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। খবর নিয়ে জানা যায়, তিনি বোগদাদীয়া পুশিল ফাঁড়িতে কর্মরত আছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসএইচডি/আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।