ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

সাভার (ঢাকা): সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সাভার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন বাংলানিউজকে জানান, জীবন প্রতিদিনের মতো বিপিএটিসিতে মেশিনের মাধ্যমে ঘাস কাঁটার কাজ করছিলেন।

হঠাৎ করে মেশিনটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাস কাঁটার মেশিনটি শটসার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ র্দুঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চত হওয়া যাবে বলেও জানান তিনি।

নিহত জীবন মিয়া টাঙ্গাইলের নাগরপুর থানাধীন কলিদিয়া গ্রামের মো. বাদশা মিয়া ছেলে। বর্তমানে তিনি দৈনিক মজুরি ভিক্তিক নিয়োগে বিপিএটিসিতে মালির কাজ করতেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।