মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সাভার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন বাংলানিউজকে জানান, জীবন প্রতিদিনের মতো বিপিএটিসিতে মেশিনের মাধ্যমে ঘাস কাঁটার কাজ করছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাস কাঁটার মেশিনটি শটসার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ র্দুঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চত হওয়া যাবে বলেও জানান তিনি।
নিহত জীবন মিয়া টাঙ্গাইলের নাগরপুর থানাধীন কলিদিয়া গ্রামের মো. বাদশা মিয়া ছেলে। বর্তমানে তিনি দৈনিক মজুরি ভিক্তিক নিয়োগে বিপিএটিসিতে মালির কাজ করতেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এএটি