ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে বাল্যবিয়ে প্রতিরোধ ব্রিগেডের যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ত্রিশালে বাল্যবিয়ে প্রতিরোধ ব্রিগেডের যাত্রা শুরু ত্রিশালে বাল্যবিয়ে প্রতিরোধ ব্রিগেডের যাত্রা শুরু

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বাল্য বিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেডের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে স্থানীয় বালিপাড়া ইউনিয়নের ধলা স্কুল মাঠে এ প্রতিরোধ ব্রিগেডের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন এ ব্রিগেড সৃষ্টির উদ্যোক্তা।

ব্রিগেডের কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, এ বিগ্রেডের আওতায় উপজেলার ১২টি ইউনিয়নে ২৪টি স্কুলে ২৮৮ জন ছাত্রীকে একই রকমের বাইসাইকেল ও লোগো খচিত ড্রেস দেওয়া হবে।  

সংশ্লিষ্ট ইউনিয়নে বাল্য বিয়ের কোনো খবর পেলেই তারা সেখানে পৌঁছে যাবে। এতে জনসচেনতা গড়ে উঠবে এবং বাল্যবিয়ে ও যৌন হয়রানি কমবে।

তিনি জানান, ব্রিগেডের সদস্যদের বাল্যবিয়ে আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। উপজেলা প্রশাসন থেকে দেওয়া একটি হটলাইন নম্বর তাদের কাছে সংরক্ষিত থাকবে, যা ২৪ ঘণ্টা খোলা থাকবে।  

এ নম্বরটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিয়ন্ত্রণ করবেন। তাদের কাছে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বরও থাকবে।  

ইউএনও আবু জাফর রিপন আরও জানান, ব্রিগেডের ছাত্রীদের নিরাপত্তা ও সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার জন্য একজন শিক্ষক দায়িত্ব পালন করবেন।  

২৮৮ জন ছাত্রী প্রতি দুই মাসে একবার উপজেলায় বড় কোন মাঠে একত্রিত হবেন। এতে করে গোটা উপজেলাবাসীকে বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিরুদ্ধে শক্ত ম্যাসেজ দেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।