ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় দুই বীজ বিক্রেতার জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
সাটুরিয়ায় দুই বীজ বিক্রেতার জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ বিভিন্ন জাতের বীজ উৎপাদন ও বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার দড়গ্রাম বাজারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ফারজানা সিদ্দিকী এ জরিমানার রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- উপজেলার দড়গ্রাম বাজারের বীজ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও সুভাষ মন্ডল।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকী বাংলানিউজকে বলেন, ভেজাল বীজ বিভিন্ন কোম্পানির নামে প্যাকেট করে বাজারজাত করার কারণে জাহাঙ্গীর আলমকে এক লাক টাকা জরিমানা ও বীজ তৈরির মেশিন জব্দ এবং মেয়াদ উত্তির্ণ বীজ বিক্রি করার দায়ে একই বাজারের ব্যবসায়ী সুভাষ মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।