মঙ্গলবার (৩১ অক্টোবরে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে উৎপল দাসের সন্ধানের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ হুমকি দেন তারা।
এছাড়া উৎপলকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার (১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একটি বিক্ষোভ সমাবেশ করবে।
মানববন্ধনে বক্তারা উৎপলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, এতদিন সাংবাদিকরা অন্যদের নিখোঁজ হওয়ার সংবাদ লিখে আসছেন। এখন তারা নিজেরাই এর শিকার। সাংবাদিক সমাজ উৎপলকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান।
তারা বলেন, আজকের মধ্যেই উৎপল দাসের সন্ধান না পেলে আগামীকাল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বিক্ষোভ সমাবেশ থেকে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, যুগ্ম মহাসচিব পুলক ঘটক, পূর্বপশ্চিমবিডির প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানি, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক মানিক মোন্তাসির, বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআইজে/এসএইচ