ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ইয়াবাসহ আটক দুই

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
রংপুরে ইয়াবাসহ আটক দুই রংপুরে ইয়াবাসহ আটক দুই

রংপুর: রংপুরে ৬০ পিস ইয়াবাসহ আইয়ুব আলী (৩৮) ও মোখলেছুর রহমান (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে রংপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলীর নেতৃত্বে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আইয়ুব আলী (৩৮) নগরীর আশরতপুর এলাকার মফিজ উদ্দীনের পুত্র এবং মোখলেছুর রহমান (৩৪) পীরগঞ্জ উপজেলার, লালদিঘি ফতেপুর এলাকার দুদু মিয়ার পুত্র বলে জানিয়েছে পুলিশ।

উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী জানান, আটককৃত দুই আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মডার্ন মোড় এলাকায় আইয়ুব আলীর বাড়িতে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে অ্যামফিটামিন যুক্ত ৬০ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই এরশাদ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।