মঙ্গলবার (৩১ অক্টোবর) লন্ডনের স্থানীয় সময় বেলা ১২টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে রিহ্যাবে নেওয়া হয়েছে।
বুধবার (৩১ অক্টোবার) রাতে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন আনিসুল হকের একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান।
আনিসুল হকের পারিবারের বরাত দিয়ে তিনি জানান, মেয়রের চিকিৎসার পরবর্তী ধাপ শুরু হয়েছে। এখন তাকে রিহ্যাবে নিয়ে শারীরীক ব্যায়ামসহ বিভিন্ন চিকিৎসা দেওয়া হবে। মেয়র দীর্ঘদিন পর আইসিইউ থেকে মুক্ত হলেন।
মেয়র আনিসুল হক সেরিব্র্যাল ভ্যাসকুলাইটিস বা মস্তিকের রক্তনালীতে প্রদাহজনিত রোগে ভুগছেন। দীর্ঘ দুই মাস ধরে এ নিয়ে অসুস্থতায় ভুগছিলেন মেয়র। গত ১৩ আগস্ট হাসপাতালে চেকআপ করাতে যান। চেকআপ করা শেষে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন (জ্ঞান হারিয়ে ফেলেন)। ডাক্তারি ভাষায় একে ‘মাইল্ড ব্রেইন স্ট্রোক’ বলা হয়। ১৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি এখনো আইসিইউতে আছেন।
গত ২৯ জুলাই শারীরিক চেকআপের জন্য সপরিবারে লন্ডন যান মেয়র।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসএম/এসএইচ