ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংক ড্রাফট জালিয়াতি মামলায় যুবলীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ব্যাংক ড্রাফট জালিয়াতি মামলায় যুবলীগ নেতা কারাগারে

রাঙামাটি: টেন্ডার কাজের সিডিউলে ৪২ লাখ টাকার ব্যাংক ড্রাফট জালিয়াতি মামলায় রাঙামাটি পাবলিক কলেজ নির্মাণকাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক কেন্দ্রীয় যুবলীগ নেতা মুজিবুর রহমান দীপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ অক্টোবর) মুজিবুর রাঙামাটি জেলা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ কাউছার তার জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেন। মুজিবুর কেন্দ্রীয় যুবলীগের সহ সাধারণ সম্পাদক।

সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৮ কোটি টাকা ব্যয়ে রাঙামাটি পাবলিক কলেজ নির্মাণকাজের টেন্ডার প্রক্রিয়ায় রূপালী ব্যাংকের ভুয়া গ্যারান্টার দিয়ে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইশা এন্টারপ্রাইজ। পরে প্রতিষ্ঠানটি কাজে নানা ধরনের গাফিলতি শুরু করলে কর্তৃপক্ষ তদন্ত করে তাদের ৪২ লাখ টাকার ব্যাংক ড্রাফটি ভুয়া প্রমাণ করে। এ ঘটনায় মুজিবুরকে প্রধান আসামি ও রূপালী ব্যাংকের ম্যানেজার রুমা বড়ুয়াকে আসামি করে কোতয়ালী থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ব্যাংক ম্যানেজার রুমা বড়ুয়াকে গ্রেফতার করা হলেও মুজিবুর উচ্চ আদালত থেকে ৪০ দিনের আগাম জামিনে ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) দুদকের রাঙামাটি জোনের উপ পরিচালক মো.শফিকুর রহমান বাংলানিউজকে জানান, এ মামলায় উচ্চ আদলতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার রাঙামাটি জজ আদালতে জামিন আবেদন করেন মুজিবুর। এসময় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।