ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বত্রিশ মাইল এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন যাত্রী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার কাপাশিয়া গ্রামের ভ্যানচালক রঞ্জু মিয়া (৪৫) ও উত্তর সিংগা গ্রামের ফইম উদ্দিনের ছেলে সালেক মিয়া (৪০)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ভ্যানে চারজন যাত্রী নিয়ে বত্রিশ মাইল এলাকায় যাচ্ছিলেন রঞ্জু। এসময় অজ্ঞাত কোনো গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে চার যাত্রী ও চালক ছিঁটকে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই চালক রঞ্জু ও যাত্রী সালেক মারা যান। এসময় আহত হন অপর তিন যাত্রী।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।