মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার কাপাশিয়া গ্রামের ভ্যানচালক রঞ্জু মিয়া (৪৫) ও উত্তর সিংগা গ্রামের ফইম উদ্দিনের ছেলে সালেক মিয়া (৪০)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ভ্যানে চারজন যাত্রী নিয়ে বত্রিশ মাইল এলাকায় যাচ্ছিলেন রঞ্জু। এসময় অজ্ঞাত কোনো গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে চার যাত্রী ও চালক ছিঁটকে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই চালক রঞ্জু ও যাত্রী সালেক মারা যান। এসময় আহত হন অপর তিন যাত্রী।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআই