ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কোটি টাকার সম্পদের মালিক মিটার রিডার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
কোটি টাকার সম্পদের মালিক মিটার রিডার 

ঢাকা: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মিটার রিডার মো. মোশারফ হোসেনের কয়েক কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে জমি, বাড়ির মালিক হয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।  

তিনি বাংলানিউজকে বলেন, নরসিংদী শহরে মিটার রিডার মো. মোশারফ হোসেনের একটি ছয়তলা বাড়ি রয়েছে।

যার বর্তমান বাজার মূল্য ২ কোটি টাকা। ময়মনসিংহে ৩ দশমিক ১২ একর জমি ও গাজীপুরে ১৪ শতাংশ জমির খোঁজ পাওয়া  গেছে। আর এ সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।  

দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের অক্টোবরে দুদকে মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ আসে। সেই অভিযোগে ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ, অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে নরসিংদীতে বাড়ি নির্মাণ ও গাজীপুরে কোটি টাকার জমি কিনেছেন বলে উল্লেখ করা হয়।  

এরপর ২২ অক্টোবর তার বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদকের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম সরকারকে নিয়োগ দেয় কমিশন। সবশেষ মঙ্গলবার কমিশনে দাখিল করা প্রতিবেদনে অনুসন্ধান কর্মকর্তা তার দুর্নীতির প্রমাণ পেয়েছেন বলে উল্লেখ করে কমিশনে প্রতিবেদন দাখিল করেন।  
 
জানা যায়, বর্তমানে এই কর্মকর্তা রাজধানীর ডেমরায় কর্মরত। এছাড়া তিনি এই সম্পদ মিটার টেম্পারিং, অবৈধ লাইন দেওয়ার মাধ্যমে অর্জন করেছেন। মঙ্গলবার দুদক আইনের ২৬(১) ধারায় তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে কমিশন।  
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৩১,২০১৭
এসজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।